নাগালে কি কি সেবা আছে!
নাগালে হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে বাসস্থান, গাড়ী ভাড়া, পার্কিং ও লার্নিং সেবা দিয়ে থাকে।
নাগালে সেবার মধ্যে রয়েছে বিভিন্ন স্পেস ভাড়া, গাড়ী ভাড়া, পার্কিং, অনলাইনে শেখা ও উপার্জন ইত্যাদি। নাগালের এই সকল সার্ভিস গুলোকে আমরা ৪টি ভাগে ভাগ করেছি যার নাম রাখা হয়েছে:
১. থাকো
২. গাড়ী ভাড়া
৩. পার্কিং
৪. সফল
আমাদের এই ৪টি সেবার মধ্যেই আমাদের সকল সেবাগুলো শ্রেণীভুক্ত করা আছে।
১. থাকো: নাগালে “থাকো” সেবার মধ্যে আছে হোটেল বুকিং, বাসা বাড়া, অফিস ভাড়া, অ্যাপার্টমেন্ট ভাড়া, রিসোর্ট ভাড়া, হোটেল ভাড়া সহ সকল ধরনের বাসস্থান ভাড়া। নাগালে প্লাটফর্ম ব্যবহার করে একজন গ্রাহক চাইলে বাসস্থান ভাড়া দিতে পারবে আবার ভাড়া নিতেও পারবে। থাকো সেবার মাধ্যমে ঘন্টা থেকে শুরু করে মাসিক ও বাৎসরিক ভাবে থাকতে পারবে। হোটেল কর্তৃপক্ষ বা ফ্লাট মালিকগণ হোস্ট হয়ে আমাদের প্লাটফর্ম ব্যবহার করে সেটিকে ভাড়ার জন্য পোস্ট দিতে পারবে। যখন কারো হোটেল প্রয়োজন হবে সে আমাদের প্লাটফর্ম ব্যবহার করে তার প্রয়োজন অনুযায়ী হোটেল বুকিং করতে পারবে। আমাদের থাকো সেবার মাধ্যমে বাসস্থান সংক্রান্ত সমস্যার একটি স্থায়ী ও সহজ সমাধান পাবে।
২. গাড়ী ভাড়া: গ্রাহক নাগালে “গাড়ী ভাড়া” সেবার মাধ্যমে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, ট্রাক, পিকআপ ভাড়া নিতে এবং দিতে পারবে। নাাগলে প্লাটফর্ম ব্যবহার করে চালক হিসাবে এখান থেকে গাড়ী ভাড়া দিতে পারবে একই ভাবে একজন যাত্রী তার নিদিষ্ট সময় গাড়ী ভাড়া নিতে পারবে। চালক এবং যাত্রী তাদের নিজেদের ভাড়া নিজেরাই পছন্দমতো নির্ধারন করতে পারবে। নাগালে প্লাটফর্ম ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই একজন চালক তার ট্রিপ পেয়ে যাবে কয়েক সেকেন্ড এর মধ্যে এবং একজন যাত্রী ঘরে বসেই তার সুবিধাজনক সময় এর জন্য গাড়ী ভাড়া করতে পারবে।
৩. পার্কিং: বাংলাদেশের গাড়ি পার্কিং একটি বড় সমস্যা বিশেষ করে বড় শহরগুলোর এর মধ্যে। রাস্তার মধ্যেই যত্রতত্র গাড়ি পার্কিং করার কারনে ট্রাফিক জ্যামের সমস্যা বেড়েই চলছে । যেটি জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি করছে। এই সকল সমস্যার সমাধানকল্পেই নাগালের পার্কিং সেবা। আমাদের প্লাটফর্ম ব্যবহার করে বাসা, অফিস কিংবা গ্যারেজ মালিক তাদের জায়গা সময় অনুযায়ী ভাড়া দিতে পারবে এবং একজন ড্রাইভার তার সময় অনুযায়ী তার অবস্থানের আশেপাশেই দ্রুত গাড়ী পার্কিং করতে পারবে । আমাদের সেবার মাধ্যমে ঘন্টা, সাপ্তাহিক ও মাসিক ভাবেও পার্কিং এর জন্য ভাড়া দেওয়া ও নেওয়ার সুযোগ পাবে।
৪. সফল: সফল হচ্ছে যেকোনো দক্ষতা শেখা এবং দক্ষতাকে ভাড়া দিয়ে উপার্জন এর একটি প্লাটফর্ম। এখানে যে কেউ তার মেধাকে কাজে লাগিয়ে ঘরে বসে উপার্জন করতে পারবে ও যে কেউ ঘরে বসেই শিখতেও পারবে। আমাদের এই প্লাটফর্মকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে সে অন্যান্য কাজের পাশাপাশি অবসর সময়ে উপার্জন করতে পারে। সফল প্লাটফর্ম থেকে যে কেউ তার প্রয়োজনীয় মেন্টর খুঁজে তার নিদিষ্ট সময়ে শিখতে পারবে। এখানে একজন মেন্টর তার অবসর সময় কে কাজে লাগিয়ে উপার্জন করার সুযোগ পাচ্ছে।
Comments
Post a Comment