Posts

Showing posts from September, 2023

নাগালে কি কি সেবা আছে!

নাগালে হচ্ছে এমন একটি প্লাটফর্ম যেখানে বাসস্থান, গাড়ী ভাড়া, পার্কিং ও লার্নিং সেবা দিয়ে থাকে। নাগালে সেবার মধ্যে রয়েছে বিভিন্ন স্পেস ভাড়া, গাড়ী ভাড়া, পার্কিং, অনলাইনে শেখা ও উপার্জন ইত্যাদি। নাগালের এই সকল সার্ভিস গুলোকে আমরা ৪টি ভাগে ভাগ করেছি যার নাম রাখা হয়েছে:  ১. থাকো ২. গাড়ী ভাড়া ৩. পার্কিং ৪. সফল আমাদের এই ৪টি সেবার মধ্যেই আমাদের সকল সেবাগুলো শ্রেণীভুক্ত  করা আছে।  ১. থাকো: নাগালে “থাকো” সেবার মধ্যে আছে হোটেল বুকিং, বাসা বাড়া, অফিস ভাড়া, অ্যাপার্টমেন্ট ভাড়া, রিসোর্ট ভাড়া, হোটেল ভাড়া সহ সকল ধরনের বাসস্থান ভাড়া। নাগালে প্লাটফর্ম ব্যবহার করে একজন গ্রাহক চাইলে বাসস্থান ভাড়া দিতে পারবে আবার ভাড়া নিতেও পারবে। থাকো সেবার মাধ্যমে ঘন্টা থেকে শুরু করে মাসিক ও বাৎসরিক ভাবে থাকতে পারবে। হোটেল কর্তৃপক্ষ বা ফ্লাট মালিকগণ হোস্ট হয়ে আমাদের প্লাটফর্ম ব্যবহার করে সেটিকে ভাড়ার জন্য পোস্ট দিতে পারবে। যখন কারো হোটেল প্রয়োজন হবে সে আমাদের প্লাটফর্ম ব্যবহার করে তার প্রয়োজন অনুযায়ী হোটেল বুকিং করতে পারবে। আমাদের থাকো সেবার মাধ্যমে বাসস্থান সংক্রান্ত সমস্যার একটি স্থায়ী ও সহজ সমাধান পাব...

নাগালে কি?

নাগালে সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের একটি প্রাইভেট ইকমার্স ভিত্তিক কোম্পানী যা ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। নাগালে প্লাটফর্ম এর মাধ্যমে যে কেউ হোটেল বুকিং, প্রপার্টি ভাড়া, গাড়ী ভাড়া, পার্কিং স্পেস, স্কিল শেখানো এবং শেয়ার সংক্রান্ত সার্ভিস গুলো নিতে পারবে এবং দিতে পারবে। সেবার পাশাপাশি সাধারন জনগন নাগালে  প্লাটফর্ম ব্যবহার করে অতিরিক্ত অর্থ উপার্জন এবং তাদের সম্পদের সদ্যবহার  করতে পারবে। স্কিল শেয়ার করে উপার্জন করতে পারবে এবং শিখতেও পারবে । আমরা ব্যবহারকারীকে ২ ভাগে বিভক্ত করেছি- একজন হচ্ছে হোস্ট এবং একজন হচ্ছে ইউজার। হোস্ট তার প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়ার জন্য আবেদন করবে এবং একজন ইউজার তার প্রয়োজন অনুযায়ী সেবা নিতে পারবে। নাগালে এর সেবা নেওয়ার জন্য ইউজারকে তার প্রয়োজনীয় তথ্য যেমন- ফোন নাম্বার, এনআইডি, ঠিকানা এবং ছবি দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে যা নাগালে টিম চেক করে ভেরিফাই করার পরেই গ্রাহক সেবা নিতে পারবে এবং দিতে পারবে। আমরা অত্যধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করছি ব্যবহারকারীদের জন্য। গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের সেবা নিয়মিত উন্নত করে যাচ্ছি। আমরা চাচ্ছি ...